ABOUT US



পশ্চিমবঙ্গ আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র

‘পশ্চিমবঙ্গ আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র’ কলকাতায় অবস্থিত একটি বেসরকারি, অলাভজনক, গবেষণা সংস্থা। এটি পশ্চিমবঙ্গ, অসম, ওড়িসা, ঝাড়খন্ড এবং বাংলাদেশের আঞ্চলিক-ইতিহাস, মৌখিক-ইতিহাস, লৌকিক-ইতিহাস,জন-সংস্কৃতি, লোক-সংস্কৃতি, লোক-কথা, উপ-কথা, রূপ-কথা,লোক-সঙ্গীত, লোকায়ত-দর্শন, ভাসমান-অলিখিত-জন-সাহিত্য, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, প্রভৃতি বিষয়ে গবেষণা, চর্চা,আলোচনা, প্রচার ও গ্রন্থাকারে প্রকাশের কাজে নিয়জিত।
এই গবেষণা সংস্থাটির মূল লক্ষ্যগুলি হল-
১) আঞ্চলিক ও লোকায়ত উপাদানের ভিত্তিতে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের পুনর্বিশ্লেষন, পুনর্গঠন ও পুনর্লিখন।
২) সাধারণ মানুষ, প্রান্তিক, নিম্নবর্গীয় মানুষের কন্ঠস্বরকে ইতিহাসে প্রাপ্য স্থান প্রদান।
৩) জনসাধারণের মধ্যে ইতিহাসকে জনপ্রিয় করে তোলা এবং তাঁদের মধ্যে ইতিহাস বোধের ও ইতিহাস চর্চার প্রসার ঘটানো।
৪) ইতিহাস বিষয়ে গবেষণামূলক জার্নাল ও মোনগ্রাফ প্রকাশ করা।

No comments:

Post a Comment